Friday, September 2, 2016

জ্বলে উঠো বাংলাদেশ Lyrics

জ্বলে উঠো বাংলাদেশ
গর্জে উঠো বাংলাদেশ
স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের তুমি
যাও তুমি এগিয়ে যাও
জ্বলে উঠো বাংলাদেশ
গর্জে উঠো বাংলাদেশ
কোটি প্রাণের আশা পূরণ করে দাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে যাও ।।
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে উড়িয়ে যাও ।।
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
তোমার জন্য রইল সবার
অনেক শুভ কামনা
চোখের কোনে দিচ্ছে উকি
বিজয়ের সম্ভাবনা
লক্ষ টাকে ছোবে এবার এই শপথ নাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে যাও ।।
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে উড়িয়ে যাও ।।
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে
বাঁধন হারা মনটা নাচুক আকাশ ছোয়ার সুখে
বিজয় এবার হবেই তোমার যাও আরো এগিয়ে যাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে যাও ।।
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে উড়িয়ে যাও ।।
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও


No comments:

Post a Comment