Friday, September 2, 2016

মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই Lyrics

মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই Lyrics                                                                              

মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই
কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার ছাত্রের বুদ্ধি নাই...... মাস্টার সাব
রহমত ভাই তোমায় নাম দস্তখত শেখাতে চাই
রহমত ভাই তোমায় নাম দস্তখত শেখাতে চাই
কোনদিন কেউ যেন বলতে না পারে তোমার কোন বিদ্যা নাই...... রহমত ভাই
ও মাস্টার সাব আমি নাম দস্তখত শিখতে চাই

বিদ্যা বড় অমুল্য ধন সবার চেয়ে দামি
তোমার কাছে পড়তে এসে জেনেছি তা আমি
লিখা পড়া শিখে তুমি মানুষ যখন হবে
মরে গেলে দুনিয়াতে মনে রাখবে সবে
শিক্ষা দীক্ষায় বড় যারা দেশের ও দশের মাথা তারা
এই কথাটি কাজে কর্মে মনে রেখ তাই
ও রহমত ভাই

বন্ধু বল ভাই বল তোমায় ভালবাসি
সকাল বিকাল তোমার কাছে তাই তো ছুটে আসি
তোমায় ছাড়া আমাদের আর দুঃখের দুখী নাই
যেমন আছি সারাজীবন তেমন থাকতে চাই
যাব না তো তোমায় ফেলে
একটি মায়ের দুটি ছেলে
দুনিয়ার লোকে জানবে সবাই মোরা দুটি ভাই
ও রহমত ভাই

No comments:

Post a Comment